প্রেমিকের পাশে লজ্জায় লাল শ্রীদেবী কন্যা!

প্রেমিকের তালিকাটা বেশ লম্বা বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের। সম্প্রতি বলিউডে কান পাতলেই গুঞ্জন শোনা যাচ্ছে, ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি শিখর পাহাড়িয়ার সঙ্গে নাকি সম্পর্কে রয়েছেন ‘ধড়ক’ খ্যাত এই অভিনেত্রী। যদিও এই সম্পর্ক নিয়ে এখনো প্রকাশ্যে মুখ খোলেননি দুজনের কেউই। তবে একাধিক পার্টি এবং বিভিন্ন অনুষ্ঠানে একসাথে দেখা যায় এই চর্চিত জুটিকে।

গত সোমবার রাতে করণ জোহরের বাড়ি থেকে বের হতে গিয়ে আবারও পাপারাজ্জিদের লেন্সে ধরা পড়েন এই জুটি। পাপারাজ্জিরা ক্যামেরা তাক করতেই লজ্জায় হেসে ফেলেন জাহ্নবী! এসময় গাড়ির ভিতরে বসে শিখরের সঙ্গে কিছু কথোপকথন করতে দেখা যায় অভিনেত্রীকে।

এদিন দুজনে করণ জোহরের বান্দ্রার বাড়িতে এক পার্টিতে যোগ দিতে গিয়েছিলেন। বাদামী রঙের মিনি ড্রেসের সঙ্গে ওভারকোট পরা অবস্থায় দেখা মেলে জাহ্নবীর। অপরদিকে ফুলহাতা সোয়েটারের সঙ্গে ডেনিম জিনস পরে দেখা দেন শিখর। পাপারাজ্জিদের দেখে হাত নাড়িয়ে সম্বোধনও করেন অভিনেত্রী। যে ভিডিও ইতোমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল!

ভিডিওতে প্রতিক্রিয়া জানিয়ে এক নেটিজেন লেখেন, জাহ্নবী মুখে কিছু না বলেই প্রকাশ্যে নিজের প্রেমিকের নাম ঘোষণা করেছেন। অন্য একজন মন্তব্য করেছেন, তাদের একসঙ্গে দেখতে ভালো লাগছে।

এর আগে ইশান খাট্টারের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন জাহ্নবী। এছাড়াও বলিউডে পা রাখার আগে তার প্রেম ছিল ব্যবসায়ী পরিবারের ছেলে অক্ষত রঞ্জনের সঙ্গে। একই সঙ্গে ওরহান অবত্রমানির সঙ্গেও প্রেমের গুঞ্জন রয়েছে শ্রীদেবী কন্যাকে ঘিরে।

You might also like