‘প্রেম পুরান’ ছবিতে চুক্তিবদ্ধ হলেন বুবলী ও রোশান

শাকিব খানের সঙ্গে একাধিক ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন শবনম বুবলী। এরপর শাকিব বলয় থেকে বের হয়ে শবনম বুবলী প্রথম অভিনয় করেন নিরবের সঙ্গে ‘ক্যাসিনো’ চলচ্চিত্রে।

এরপর এই নায়িকাকে দেখা গেছে চিত্রনায়ক জিয়াউল রোশানের সঙ্গেও। বুবলী ও রোশান জুটির ‘চোখ’ চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে। কাজ করছেন দুটি চলচ্চিত্রের।

দুজনেই ক্যারিয়ারের পাঁচ বছরের মাথায় এসে আসিফ ইকবালের ‘চোখ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে একসঙ্গে চলচ্চিত্রে জুটি হন। এরপর তারা শুটিংয়ে গেছেন ‘রিভেঞ্জ’ ও ‘মায়া: দ্য লাভ’ চলচ্চিত্রের।

নতুন খবর হল, গুলশানের একটি রেস্তোরাঁয় এই জুটি চুক্তিবদ্ধ হয়েছেন নতুন আরেকটি চলচ্চিত্রে। ‘প্রেম পুরান’ নামের এই এই চলচ্চিত্র যৌথভাবে পরিচালনা করবেন মাসুদ মহিউদ্দিন ও মাহমুদ হাসান শিকদার।

ছয় বছর আগে ওয়াজেদ আলীর ‘রক্ত’ চলচ্চিত্রে অভিনয় করে ঢালিউডে অভিষেক হয় জিয়াউল রোশানের।  একই বছর শাকিব খানের বিপরীতে জুটি হয়ে চলচ্চিত্রের পর্দায় অভিষেক ঘটে সংবাদপাঠিকা শবনম বুবলীর।

পরিচালক হাসান শিকদার জানান, আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে ছবিটির শুটিং শুরু হবে। বছরের শুরুতেই ‘টান’ চলচ্চিত্র দিয়ে দেশ–বিদেশের চলচ্চিত্রপ্রেমীরা বুবলীকে একেবারে অন্য রকমভাবে পেয়েছে।

You might also like