ফটিকছড়িতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সভা

১১৮

ফটিকছড়ির সর্তা খালের অবৈধ বালি মহাল দখলে সন্ত্রাসী বাহিনীর দাঙ্গা-নৈরাজ্যের প্রতিবাদে সভা হয়েছে।

শুক্রবার বিকেলে ধর্মপুর কমিটি বাজার চত্বরে প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি থানার সেকেন্ড অফিসার সঞ্জয় ঘোষ। এ. সামাদ প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. ইদ্রিস মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন ধর্মপুর ইউপি’র প্যানেল চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম আকাশসহ আরো অনেকে। বক্তারা বলেন, সরকারী তালিকাভুক্ত এই খালের বালির মহালটি বেশ কবছর যাবৎ ইজারা না হওয়ায় বিভিন্ন মহল এটি দখলের চেষ্টা করছে। এতে এলাকায় সন্ত্রাসের সৃষ্টি হচ্ছে। অবিলম্বে প্রশাসনের সহায়তায় এর অবসান চান স্থানীয়রা।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like