ফতুল্লায় গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ দুজনের মৃত্যু

১৫

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার আলীগঞ্জে একটি বাড়ির গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দুই জন মারা গেছেন।

মারা যাওয়ারা হলেন- জজ মিয়া ও আলম হোসেন।

সোমবার এ তথ্য নিশ্চিত করেন ইনস্টিটিউটের চিকিৎসক পার্থ শংকর পাল।

তিনি জানান, জজ মিয়া সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ও আলম রোববার দিবাগত রাতে মারা গেছেন।

রোববার দুপুরের দিকে নারায়ণগঞ্জ ফতুল্লা এলাকায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে শিশুসহ মোট সাতজন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। এ ঘটনায় কয়েকজন ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন।

You might also like