ফতুল্লায় বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

১১২

নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিবি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন ডিবি পুলিশের চার সদস্য।

সোমবার রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে চাঁদমারি বস্তি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযানে গেলে ডিবি পুলিশকে লক্ষ্য করে কয়েকজন সন্ত্রাসী গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে মাদক ব্যবসায়ী বিল্পবের মরদেহ উদ্ধার পড়ে থাকতে দেখে তারা। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটার গান উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে ফতুল্লা থানায় ১৪টি মাদক মামলা রয়েছে।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like