ফরিদপুরের আলোচিত ১২ বাস পোড়ার ঘটনায় মামলা

৬৩

ফরিদপুরের আলোচিত দুই হাজার কোটি টাকা অর্থপাচার মামলায় গ্রেফতার দুই ভাই বরকত-রুবেলের মালিকানাধীন সাউথ লাইন পরিবহণের ১২টি বাস পুড়ানোর ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ ।

সোমবার সকালে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শনিবার (১২ মার্চ) রাতে ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গফ্ফার বাদী হয়ে বাস পোড়ানোর ঘটনায় সংশ্লিষ্ট ধারায় ফরিদপুর কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন। এ মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে।

সুমন রঞ্জন সরকার জানান, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার এমদাদ হোসেনকে প্রধান করে এ ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হয়েছে। পাঁচ কর্মদিবসের মধ্যে তাদের রিপোর্ট দিতে বলা হয়েছে।

জানা গেছে, চারটি বিষয়কে সামনে রেখে পুলিশের তদন্ত চলছে। ব্যাংক ঋণের টাকায় কেনা বাসগুলো পুড়িয়ে ঋণ থেকে বাচঁতে কোন চেষ্টা চলছে কিনা কিংবা বীমার টাকা পেতে এ কাজ করা হয়েছে কিনা, এছাড়া গাড়িগুলো পুড়িয়ে অর্থপাচার মামলা হতে বাঁচতে বা ফায়দা পেতে আগুন দেয়া হয়েছে কিনা, আসামিদের দ্বারা ক্ষতিগ্রস্থ কোন পক্ষ নাশকতার জন্য এ কাজ করেছে কিনা। তবে এ ঘটনায় জড়িত কাউকে এখনো শনাক্ত করা যায়নি।

উল্লেখ্য, গত শনিবার রাত সোয়া ১টার দিকে শহরের গোয়ালচামটে নতুন বাস টার্মিনালের পাশে রাখা এ বাসগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।