ফুটপাতকে পথচারীবান্ধব করে গড়ে তোলার কাজ চলছে: তাপস
ফুটপাতকে পথচারী বান্ধব করে গড়ে তোলার কাজ চলছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর পুরান ঢাকায় বিভিন্ন সড়কে সাপ্তাহিক পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
মেয়র জানান, রাজধানীর প্রায় ৪০ শতাংশ মানুষ ফুটপাত ব্যবহার করেন। ফুটপাত আধুনিক করতে মহাপরিকল্পনা অনুযায়ী কাজ চলছে। এছাড়া জলাবদ্ধতা নিরসনে গত বছর ১০০টি স্পট নির্ধারণ করা হয়৷ সেগুলোর কাজ চলমান বলেও জানান তাপস।
এবারের বর্ষায় রাজধানীবাসীর জলাবদ্ধতার ভোগান্তি কমবে বলেও উল্লেখ করেন শেখ ফজলে নূর তাপস।