ফুটপাতে নবজাতককে কুকুরের টানাটানি, উদ্ধার করলো পুলিশ

৯৪

চট্টগ্রামের আগ্রাবাদ বাদামতলী মোড়ের ফুটপাত থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে শিশুটিকে উদ্ধারের পর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ  জানায়, মানসিক ভারসাম্যহীন এক মা ফুটপাতে জন্ম দেয় শিশুটিকে। জন্মের পরে শিশুটিকে নিয়ে তিনটি কুকুর টানাটানি করছিল। এ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন তারা। বর্তমানে মা-শিশু দুজনই সুস্থ রয়েছে।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like