ফুট ওভারব্রীজ নির্মানের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

৯৬

আজ বুধবার ব্রাহ্মণবাড়িয়ায় পৌর এলাকার ভাদুঘর এলাকায় সর্বস্তরের এলাকাবাসীর উদ্যোগে দুর্ঘটনা প্রতিরোধে ফুট ওভারব্রীজ নির্মানের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ভাদুঘর মাহবুবুল হুদা পৌর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানব বন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অভিবাবক সদস্য হারুনুর রশিদ ,তোফাজ্জল হক ,এম এ আওয়াল সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

বক্তারা বলেন, প্রায় ৫০ হাজার জনসংখ্যা অধ্যুষিত এ এলাকায় একটি মাত্র হাই স্কুল। বিদ্যালয়ের সামনে হাইওয়ে রোড থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা অবিলম্বে বিদ্যালয়ের সামনে মহাসড়কে একটি ফুট ওভারব্রীজ ও সড়কের দু পাশে দুটি স্পীড বেকার নির্মানের দাবী জানান।

ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে শিক্ষার্থী ছাড়াও বিপুল সংখ্যক সাধারন মানুষ উপস্থিত ছিল। উল্লেখ গতকাল বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় একজন এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছে।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like