ফেনীতে জামায়াতের ১২ নেতাকর্মী আটক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১২ জন নেতাকর্মীকে আটক করেছে ফেনী মডেল থানা পুলিশ।
শনিবার সকালে ফেনী জেলা জামায়াতের কার্যালয়ে এক বৈঠক থেকে তাদের আটক করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ফেনী শহরের শান্তি কোম্পানি এলাকাস্থ জেলা জামায়াতের কার্যালয়ে অভিযান চালানো হয়। এসময় ১২ জনকে আটক করা হয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, আটকরা ওই কার্যালয়ে বসে গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনা করছিলেন। আটকদের জিজ্ঞাসাবাদ শেষে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে।