ফেনীতে বাসায় ভয়াবহ বিস্ফোরণে মা-মেয়েসহ দগ্ধ ৩
ফেনী শহরের একটি বাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মা-মেয়েসহ তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। প্রথমে তাদেরকে উদ্ধার করে প্রবিবেশীরা ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
শুক্রবার (৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ফেনী শহরের শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের হলি ক্রিসেন্ট স্কুলসংলগ্ন শফিক ম্যানশনে এ ঘটনা ঘটে।
তবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। এরই মধ্যে রহস্য উদঘাটনে কাজ শুরু করেছেন ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী।