ফেরিতে স্কুলছাত্রের মৃত্যু: তদন্ত কমিটির কার্যক্রম শুরু
মাদারীপুরের কাঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ভিআইপির জন্য ফেরি ছাড়তে বিলম্ব হওয়ায় অ্যাম্বুলেন্সে তিতাস নিহতের ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে।
মঙ্গলবার সকালে তদন্ত কমিটির প্রধান মাদারীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রট মো. শহিদুল হক পাটোয়ারীর নেতৃত্বে এ কার্যক্রম শুরু হয়। এ বিষয়ে তিনি বলেন, তদন্তের শুরুতেই ঘটনাস্থল পরিদর্শন ও সে রাতে কর্তব্যরতদের সাথে কথা হয়েছে। এছাড়া ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে বলেও জানান তিনি।
নিউজ ডেস্ক / বিজয় টিভি