ফেসবুক লাইভে অরিও’র জন্য কাঁদলেন পূজা চেরি
চলতি বছরে ৭ জানুয়ারি মুক্তির কথা ছিল সিনেমা ‘শান’। কিন্তু করোনা অতিমারির সংক্রমণ ফের বেড়ে যাওয়ায় মুক্তি থমকে যায় ছবিটির। এই ছবিতে হালের ক্রেজ সিয়ামের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন এই নায়িকা।
গেল বছর পূজা শেষ করেছেন ‘গলুই’ সিনেমার শুটিং। সেখানে পূজার নায়ক ছিলেন ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান। প্রথমবারের মতো শাকিবের বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করেছেন পূজা।
দুই ছবির পরিচালক নিশ্চিত করেছেন আসছে ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তাদের সিনেমা ‘শান’ ও ‘গলুই’। এখন করোনা অতিমারির ধকল কাটিয়ে সবে মাত্র সিনেমা হলে নতুন ছবি মুক্তির আনন্দ ছড়িয়ে পড়তে যাচ্ছে।
এমন সময় আচমকা ফেসবুক লাইভে এসে কান্নায় ভেঙ্গে পড়েন পূজা! কার জন্য এই কান্না? দীর্ঘদিনের পালিত আদরের বিড়ালটির মৃত্যুই পূজার কান্নার এই কারণ। পোষা বিড়ালটির নাম ‘অরিও’।
প্রিয় পোষা বিড়াল ‘অরিও’কে হারিয়ে নিজের কষ্ট ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নিতে ফেসবুক লাইভে আসেন পূজা।
রোববার রাত ৮টার দিকের সেই লাইভে পূজা জানান, ‘আজকে সকালবেলা ওকে আমি আর আমার ভাবী গোসল করিয়েছি নিজের হাতে ধরে। আমি ভাবতে পারিনি যে ও এরকম ভাবে মারা যাবে, এত তাড়াতাড়ি!