বইমেলার সময় বাড়ল ১৭ মার্চ পর্যন্ত
আগামী ১৭ মার্চ পর্যন্ত অমর একুশে গ্রন্থমেলার সময়সীমা বাড়ানোর ঘোষণা দিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। রোববার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
এর আগে মন্ত্রী বলেছিলেন, করোনা সংক্রমণের হারের ওপর নির্ভর করবে মেলার সময় বাড়াবে কি না। সংক্রমণ কমে এলে মেলার সময় বাড়ানো হতে পারে।
ওই সময় তিনি বলেছিলেন, করোনার কারণে মেলা যথাসময়ে শুরু করতে পারিনি আমরা। তাই আপাতত দুই সপ্তাহের জন্য মেলার আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। করোনাভাইরাসের অতি সংক্রামক ধরন ওমিক্রনের প্রভাবে দৈনিক শনাক্ত রোগী বাড়তে থাকায় এবারের বইমেলা পিছিয়ে ১৫ ফেব্রুয়ারি শুরু করার পরিকল্পনা করা হয়।
তবে আগে থেকে প্রকাশক সমিতির প্রস্তাব ছিল, ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু করে ১৭ মার্চ পর্যন্ত হোক এবারের বইমেলা। পরে সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ১৪ দিন বইমেলা চালানোর কথা জানায় সংস্কতি মন্ত্রণালয়। সেই সময় বাড়িয়ে এবার ১৭ মার্চ করা হলো।