বইয়ের পাতায় কুমার বিশ্বজিতের আত্মজীবনী ‘এবং বিশ্বজিৎ’
বাংলাদেশের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী কুমার বিশ্বজিৎ। তিনি একাধারে গীতিকার, সুরকার, সংগীতশিল্পী ও সংগীত পরিচালক। অডিও, সিনেমা, মঞ্চসহ সব মাধ্যমেই নিজের সুরের মায়াজালে তিনি আবিষ্ট করেছেন লাখো-কোটি শ্রোতার হৃদয়।
বাংলাদেশে অনেক গুণী শিল্পী আছেন। কিন্তু সবার আত্মকথনমূলক আত্মজীবনী গ্রন্থ নেই। এমন অভাববোধ থেকেই সংগীত শিল্পী জয় শাহরিয়ায় প্রকাশ করেছেন কিংবদন্তি সংগীত শিল্পী কুমার বিশ্বজিতের আত্মকথনমূলক আত্মজীবনী গ্রন্থ ‘এবং বিশ্বজিৎ’।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল কিংবদন্তি সংগীত শিল্পী কুমার বিশ্বজিতের আত্মকথনমূলক আত্মজীবনী গ্রন্থ ‘এবং বিশ্বজিৎ’ এর প্রকাশনা উৎসব।
‘এবং বিশ্বজিৎ’ গ্রন্থ নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন কুমার বিশ্বজি নিজেও। আলোচনা অনুষ্ঠান শেষে সকলের সাথে উম্মুক্ত অটোগ্রাফ সেশন করেন কুমার বিশ্বজিৎ।
বইটি লিখেছেন সংগীত শিল্পী জয় শাহরিয়ায় এবং প্রকাশ করেছে আজব প্রকাশনী। প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, সংগীত ঐক্য বাংলাদেশের মহাসচিব শহীদ মাহমুদ জঙ্গী, কুমার বিশ্বজিৎ সহ অনেকে।
এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে কিংবদন্তি সংগীতশিল্পী কুমার বিশ্বজিতকে নিয়ে লেখা বই ‘এবং বিশ্বজিৎ’। তার ছেলেবেলা, কৈশোর এবং সংগীত জীবন নিয়ে বইটি লেখা হয়েছে। বইটির প্রথম সংস্করণ শেষ। এসেছে দ্বিতীয় সংস্করণ।