বগুড়ায় ওয়ারেন্টভুক্ত আসামির মরদেহ উদ্ধার
বগুড়ার শেরপুরে মহরম আলী (৪৫) নামের এক ওয়ারেন্টভুক্ত আসামির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বেলা ১১টায় উপজেলার বাঙালি নদীর বৈটখের ব্রিজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মহরুম আলী উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের মৃত তাহেজ আলী খানের ছেলে।
এ বিষয়ে সীমাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান গৌর রায় জানান, গত ২ দিন ধরে তাকে পাওয়া যাচ্ছিল না। আজ বুধবার সকালে সীমাবাড়ি ব্রিজের ভাটির দিকে বাঙালি নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবু কুমার সাহা জানান, তার নামে মাদকের মামলা আছে এবং ওয়ারেন্টও আছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।