বগুড়ার শেরপুরে পুলিশ সেবা সপ্তাহ

৮৭

বগুড়ার শেরপুরে “পুলিশ সেবা সপ্তাহ-২০১৯” উপলক্ষে শেরপুর উপজেলা প্রাঙ্গন থেকে শেরপুর থানার আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে বাসস্ট্যান্ড প্রাঙ্গনে জনসচেতনতামূলক এক পথসভা অনুষ্ঠিত হয়।

উক্ত র‌্যালী ও পথসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী শেখসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ ও স্কুল কলেজের ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like