বগুড়ায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ৫ জনকে গ্রেপ্তার
বগুড়া শহরে অভিযান চালিয়ে অস্ত্রসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২০ ফেব্রুয়ারি) রাতে শহরের ভাটকান্দি ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, বড় কোনো অপরাধ সংঘটনের জন্য একত্রে সংঘটিত হয়েছিল তারা।
সোমবার (২১ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে একথা জানান বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।
গ্রেপ্তারকৃতরা হলেন- শহরের সেউজগাড়ী এলাকার ইব্রাহিম হোসেনের ছেলে ইসতিয়াক ইব্রাহিম ইমন, একই এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে সিয়াম হোসেন বাধন, ঠনঠনিয়া স্টাফ কোয়ার্টার এলাকার ফিরোজ পশারী রানার ছেলে পারভেজ পশারী, পুরান বগুড়া এলাকার আয়নুল হকের ছেলে আহসান হাবিব বাবুল ও একই এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে তৌহিদুল ইসরাম তানিম।
পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী জানান, গ্রেপ্তারকৃতদের প্রত্যেকেই শিক্ষার্থী। রোববার রাতে ১০/১২ জনের একটি দল অস্ত্রসহ সমবেত হয়ে অপরাধ সংঘটনের জন্য অবস্থান করছিল। বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তারে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে দুইটি বড় আকারের ছোরা, একটি চাইনিজ কুড়াল, একটি বার্মিজ চাকু, ৫টি পটকাসহ তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।