বগুড়ায় চাঞ্চল্যকর নৈশপ্রহরী জোড়া খুনের ঘটনার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

১০

বগুড়ায় বিসিক এলাকায় চাঞ্চল্যকর নৈশপ্রহরী জোড়া খুনের ঘটনার ৭২ ঘন্টার মধ্যে মামলার মুল রহস্য উদঘাটন সহ ৩ আসামীকে গ্রেফতার করেছে বগুড়া জেলা পুলিশ। এসময় হত্যাকান্ডে ব্যবহৃত লোহার রড, খুন হওয়া ব্যক্তির মোবাইলসহ দুটি মোবাইল উদ্ধার করা হয়।

আসামীরা হলেন ,মোঃ হোসাইন বিন মিল্লাত, মোঃসুমন ব্যাপারী এবং মোঃ রাহাত

দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।

তিনি বলেন, আসামীদের জিজ্জাসাবাদে জানা যায় যে,আসামীরা দীর্ঘদিন যাবৎ মালামাল চুরির ঘটনা নাইট গার্ডরা জেনে যাওয়ায় নাইট গার্ড হান্নান ও শামছুলকে হত্যা করে অপহরণের নাটক সাজানো হয়।

পুলিশ সুপার জানান, এ বিষয়ে সদর থানায় হত্যা মামলা রুজু করা হয়েছে। আসামীদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে।

এর আগে পূর্বপরিকল্পনা অনুযায়ী গত ২৪ সেপ্টেম্বর ভোরে তাদের হত্যা করা হয়।

You might also like