বগুড়ায় জাতীয় সঙ্গীতের অবমাননা করে টিকটিক ভিডিও, আটক ৫
বগুড়ায় জাতীয় সঙ্গীতের অবমাননা করে টিকটিক ভিডিও পোষ্ট করায় ১ যুবক ও ৪ কিশোরসহ মোট ৫ জনকে আটক করেছে সদর থানা পুলিশ। আটককৃতরা হলেন, মো: মিশকাত হোসেন, মো: নূর-ই-ইসলাম আলিফ, মেহেদী হাসান অন্তর, আলিফ আহমেদ সুজন, মো: আরিফ আলী।
পুলিশ জানায়, সদর উপজেলার মালতিনগর প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থাপিত শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে বিকৃত ও ব্যঙ্গ করে টিকটক ভিডিও তৈরি করা হয়। ওই ভিডিও পোস্টটি বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং এর নজরে আসে। পরে জেলা পুলিশকে ওই যুবকদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনার জন্য নির্দেশ দেয়া হয়৷ পরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, বাংলাদেশ পুলিশ বিভাগের হেড কোয়ার্টার থেকে প্রাপ্ত নির্দেশ মোতাবেক সদর থানার এসআই জাকির সঙ্গীয় ফোর্সসহ সারারাত অভিযান চালিয়ে টিকটক ভিডিও বানানো ৫ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।