বগুড়ায় প্রধানমন্ত্রী কারামুক্তি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

৩৭৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারামুক্তি দিবস উপলক্ষ্যে বগুড়া জেলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত। বগুড়া শহরের সাতমাথায় দলীয় কার্যলয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন। অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক টি জামান নিকেতা, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন নবাব প্রমুখ। আলোচনায় সভায় বক্তরা বলেন, এই দিনে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্দি দশা থেকে মুক্তি পেয়েছেন।

এ দেশের মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। তার নেতৃত্বে দেশ বিশ্ব দরবার উন্নয়নশীল রাষ্ট হিসেবে পরিচিতি লাভ করেছে। এবং সংগঠক হিসেবে তিনি আওয়ামী লীগকে একটি শক্তিশালী দলে রুপান্তর করেছেন।

 

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like