বগুড়ায় বিভিন্ন আসনে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

১৪৮

নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ২৮ নভেম্বর বুধবার সারাদেশের ন্যায় বগুড়ায় বিভিন্ন আসনে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বিভিন্ন প্রতিদ্বন্দ্বি দলের প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র দাখিল করেন।

শেরপুর-ধুনট বগুড়া-৫ আসনে মনোনয়নপত্র জমা দেন, সরকার দলীয় আওয়ামীলীগ প্রার্থী বর্তমান সংসদ সদস্য হাবিবর রহমান, ঐক্যফ্রন্টের তথা বিএনপি’র পক্ষে সাবেক সাংসদ গোলাম মোহাম্মদ সিরাজ ও বগুড়া জেলা বিএনপি’র উপদেষ্টা জানে আলম খোকা। সতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দেন, বিশিষ্ট শিল্পপতি তাহমিনা জামান হিমিকা।

অপর দিকে নন্দ্রীগ্রাম-কাহালু বগুড়া-৪ আসনে মনোনয়নপত্র জমা দেন, মহাজোটের মনোনীত প্রার্থী-কেন্দ্রীয় জাসদের সহ সভাপতি ও বগুড়া জেলা জাসদের সভাপতি সংসদ সদস্য রেজাউল করিম তানসেন এবং বিএনপি মনোনিত প্রার্থী জিয়াউল হক মোল্লা সহ বিভিন্ন দলীয় মনোনীত প্রার্থীরা।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like