বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আদর্শকে হত্যা করতে পারেনি ঘাতকরা
স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করলেও তার আদর্শকে হত্যা করতে পারেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন।
সোমবার বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত শোকসভায় এ মন্তব্য করেন তিনি। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু যে স্বপ্ন নিয়ে এ দেশকে স্বাধীন করেছিলেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, কবি ও সাংবাদিক জনাব আবুল মোমেন, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রফেসর ড. মো. রাশেদ-উন-নবীসহ আরো অনেকে।
নিউজ ডেস্ক/ বিজয় টিভি