বঙ্গবন্ধুর আদর্শে বিমান বাহিনীকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

জাতির পিতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিমান বাহিনীর সদস্যদেরকে দেশের মানুষের সেবায় নিয়োজিত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৬ মার্চ) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে নতুন যুক্ত হওয়া ‘গ্লোব জি ১২০ টিপি’ প্রশিক্ষণ বিমানের উদ্বোধন করে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনীকে প্রস্তুত থাকতে হবে।

অত্যাধুনিক বিমানসহ বাহিনীর অবকাঠামো উন্নত করতে সরকার কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক অঙ্গনে বিমান বাহিনীর কাজের প্রশংসা করেন। শেখ হাসিনা আবারো বলেন, বাংলাদেশ যুদ্ধে নয়, শান্তিতে বিশ্বাস করে। তবে, কেউ আঘাত করলে চুপ থাকবেনা বাংলাদেশ।

You might also like