বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে সরকার:সেতুমন্ত্রী

১২৫

বিদেশে পলাতক বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে নিয়ে আসতে চেষ্টা করছে সরকার। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সাংবাদিকদের একথা জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এসময় কানাডায় অবস্থানরত বঙ্গবন্ধুর খুনি নূর মোহাম্মদকে দেশে ফেরানোর দাবিতে গৌরব ৭১ এর অনলাইন স্বাক্ষর কর্মসূচী উদ্বোধন করেন তিনি।

ওবায়দুল কাদের আরও বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের নিরাপদে বিদেশে পাঠিয়ে দিয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। হত্যাকারীদের বিচার বন্ধের পদক্ষেপও নিয়েছিলো বিএনপি। এখন এর জবাব দেয়ার সময় এসেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like