বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

১২৫

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শহিদ দৌলত ময়দানে দিনব্যাপি এই কর্মসূচীর উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির স্থায়ী সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য আশেকউল্লাহ রফিক, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো: আশরাফুল আফসার, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমানঅন্যান্যরা উপস্থিত ছিলেন। বিএমএ ও স্বাচিপ এর সহযোগীতায় আয়োজিত মেডিকেল ক্যাম্পে ৬৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক ২০টি বুথে প্রায় সাত হাজার রোগীর চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষুদ বিতরণ করেন।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like