বঙ্গবন্ধুর সমাধিতে প্রধান বিচারপতিসহ শতাধিক বিচারপতি শ্রদ্ধা নিবেদন
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ শতাধিক বিচারপতি শ্রদ্ধা নিবেদন করেছেন ।
আজ (শুক্রবার) দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে তারা শ্রদ্ধা জানান। পরে ৭৫’র ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এ সময় গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, জেলা ও দায়রা জজ অমিত কুমার দেসহ স্থানীয় বিচারকরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি