বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন
নেত্রকোণায় বঙ্গবন্ধু হত্যা মামলার পলাতক আসামীদের বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শহরের ছোটবাজারের দলীয় কার্যালয়ের সামনে জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এ মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুর খান মিঠু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মারুফ হাসান খান অভ্র, সাধারণ সম্পাদক খাইরুল হাসান লিটুসহ আরো অনেকে। এসময় বক্তারা বঙ্গবন্ধুর হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবি জানান।
নিউজ ডেস্ক / বিজয় টিভি