বঙ্গবন্ধুর হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে- আনিসুল হক

১২২

বঙ্গবন্ধুর হত্যাকারীরা যে যেখানেই থাকুক তাদের ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার, ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

হ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশন চত্বরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি। বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের ফিরিয়ে আনার জন্য আইনি ও কুটনৈতিক লড়াই চলছে। দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের মূলোৎপাটন করা হবে বলেও তিনি জানান মন্ত্রী। দোয়া মাহফিলে কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন, আখাউড়ার পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে ১৫ আগস্টে শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like