বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদৎ বার্ষিকীতে টুঙ্গিপাড়ায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত

১১৭

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত হয়েছে।

এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের নেতৃত্বে এ মেজবানের আয়োজন করা হয়। সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে মূল আয়োজনে প্রায় ৩০ হাজার মানুষের খাওয়ার আয়োজন করা হয়। এ ছাড়া পার্শ্ববর্তী বালাডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সনাতন ধর্মাবলম্বীদের জন্যও মেজবানের আয়োজন করা হয়। প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছোট ছেলে বোরহানুল হাসান চৌধুরী সালেহীন মেজবানের তত্বাবধান করেন। এছাড়া সার্বিক ব্যাবস্থাপনায় থাকেন, এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী ও চট্রগ্রামের মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like