বঙ্গবন্ধু এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তিকেই প্রাধান্য দিতেন : অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেছেন, বঙ্গবন্ধু তার চিন্তা-চেতনা, মনন ও মানসিকতায় এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তিকেই প্রাধান্য দিতেন।
আজ (রোববার)বিকেলে গাজীপুরে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানা পরিদর্শনকালে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সবসময় এদেশের হতদরিদ্র ও বঞ্চিত মানুষের অর্থনৈতিক মুক্তি এবং মৌলিক চাহিদা পূরণে সংগ্রাম করেছেন। এর জন্য তিনি নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করেছেন। আর পিতার স্বপ্ন বাস্তবায়নে তারই কন্যা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এ সময় উপস্থিত ছিলেন, ডাক ও টেলি যোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলকসহ অন্যরা ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি