বঙ্গবন্ধু নিরন্তর সমাজ পরিবর্তনের চিন্তা করতেন : শিক্ষা উপমন্ত্রী

১১২

বঙ্গবন্ধু নিরন্তর সমাজ পরিবর্তনের চিন্তা করতেন উল্লেখ করে বিতার্কিকদের উদ্দেশে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, সমাজ পরিবর্তনের জন্য গতানুগতিক অনুশীলনের বাইরে গিয়ে ভালো ভালো বিষয়ে বিতর্ক করতে হবে।

আজ (শুক্রবার) সকালে, ‘তর্জনী তার মুক্তির কথা বলে’ স্লোগানকে সামনে রেখে নগরের দামপাড়া প্রিমিয়ার ইউনিভার্সিটি অডিটরিয়ামে আয়োজিত ‘বঙ্গবন্ধু-পিইউডিএস জাতীয় বিতর্ক’ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

উপমন্ত্রী বলেন, তরুণ বয়সেই বঙ্গবন্ধুর মধ্যে চমৎকার রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রচিন্তা গড়ে উঠেছিল। এ রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রচিন্তার সাথে নতুন প্রজন্মের পরিচিত হওয়া দরকার।

প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর আদর্শ, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যে এ বিতর্ক উৎসবের সূচনা করেছে।

নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like