‘বঙ্গবন্ধু’ বাঙালি এবং বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ: ভূমিমন্ত্রী

৯৭

‘বঙ্গবন্ধু’ বাঙালি এবং বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।  তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনাকে ধ্বংস করার অপচেষ্টা চালিয়েছিল একটি স্বার্থান্বেষী মহল। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সকল ষড়যন্ত্র ব্যর্থ করে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়িয়েছে। দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগ সভাপতি আ.ম.ম টিপু সুলতান চৌধুরীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথী চৌধুরীসহ অন্যরা।

নিউজ ডেস্ক/ বিজয় টিভি

You might also like