বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন

১০৪

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তাকে হত্যাকারীরা এখনো ষড়যন্ত্র করছে। তাই এদের বিষয়ে সতর্ক থাকতে হবে।

গতকাল ৪১ নং পতেঙ্গা ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

স্থানীয় ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি ফারজানা বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স্বপ্না বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নগর মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিলু নাগ, পতেঙ্গা থানা শ্রমিক লীগের সভাপতি মো. আলীসহ অন্যরা।

নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like