বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে দুই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে দুই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। বেশি নম্বর দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদেরকে যৌন হয়রানি করেন বলে অভিযোগ করেছেন ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ওই দুই ছাত্রী।
তাদের সাত ও ছয় পৃষ্ঠার দুটি লিখিত অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সকাল থেকে বিক্ষোভে ফেটে পড়ে সাধারণ শিক্ষার্থীরা। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ইঞ্জিনিয়ার মো. আক্কাছ আলীকে বহিস্কার সহ পাচ দফা দাবিতে আন্দোলনে নামে তারা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি