বঙ্গবন্ধু সেতুতে টো‌ল আদায়ের রেকর্ড

টাঙ্গাই‌লে বঙ্গবন্ধু সেতু‌তে টো‌ল আদা‌য়ে রেকর্ড সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। গেল ২৪ ঘণ্টায় সেতুর দুই পা‌ড়ে টোল আদায় হ‌য়ে‌ছে প্রায় সা‌ড়ে ৪ কো‌টি টাকা।

বিষয়‌টি গণমাধ্যমকে নি‌শ্চিত ক‌রে‌ছেন বাংলা‌দেশ সেতু কর্তৃপ‌ক্ষের বঙ্গবন্ধু সেতু সাইট অ‌ফি‌সের নির্বাহী প্রকৌশলী এহসান মাসুদ বাপ্পী।

বঙ্গবন্ধু সেতু সূ‌ত্রে জানা গে‌ছে, বঙ্গবন্ধু সেতু‌তে শুক্রবার (৮ জুলাই) হ‌তে শ‌নিবার (৯ জুলাই) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দুই পা‌ড়ে টোলপ্লাজাতে টোল আদায় হ‌য়ে‌ছে ৩ কো‌টি ৯০ লাখ ৬ হাজার ৫০ টাকা। এ‌তে সেতুতে প‌রিবহন পারাপার হ‌য়েছে ৪১ হাজার ৮১৭‌টি।

এর ম‌ধ্যে বঙ্গবন্ধু সেতুর পূর্ব টোলপ্লাজা অ‌তিক্রম ক‌রে‌ছে ২৯ হাজার ৭২‌টি প‌রিবহন। এ‌তে টোল আদায় হ‌য়ে‌ছে দুই কো‌টি ৫৮ লাখ ৬৫ হাজার টাকা। অপরদি‌কে সেতুর প‌শ্চিমপ্রান্ত টোল প্লাজা অ‌তিক্রম ক‌রে‌ছে ১২ হাজার ৮৭৮‌টি প‌রিবহন। এর বিপ‌রী‌তে এক কো‌টি ৩১ লাখ ৯৫ হাজার ৫০ টাকা আদায় হয়েছে।

এর আ‌গে বঙ্গবন্ধু সেতু‌তে গেল বৃহস্প‌তিবার (৭ জুলাই) সকাল হ‌তে শুক্রবার (৮ জুলাই) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দুই পা‌ড়ে টোলপ্লাজাতে টোল আদায় হ‌য়ে‌ছিল ৩ কো‌টি ৪০ লাখ ৭ হাজার ৭শ টাকা। এ‌তে প‌রিবহন পারাপার হ‌য়ে‌ছিল ৪৩ হাজার ৫৯৫‌টি।

এর আ‌গে ঈদুল ফিত‌রে গত ২৯ এ‌প্রিল সর্বশেষ বঙ্গবন্ধু সেতু দি‌য়ে ৪৪ হাজার ২৭৪‌টি প‌রিবহন পারপা‌রের বিপরী‌তে সেতু‌তে টোল আদায় হ‌য়ে‌ছিল ৩ কো‌টি ১৯ লাখ ৭ হাজার ২০০টাকা।

You might also like