বছরটা কখনো ভুলবেন না মেসি
ক্যারিয়ারে অর্জনের ঝুলিটা নেহায়েত কম নয় লিওনেল মেসির। তবু একটা বিশ্বকাপ শিরোপার আক্ষেপ আজন্ম তাকে পুড়িয়েছে। সে স্বপ্নটা সত্যি হয়েছে গেলো দুই সপ্তাহ আগে।
লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতেছে মেসির আর্জেন্টিনা। তাতেই ২০২২ সালটা আর্জেন্টাইন মহানায়কের জীবনে হয়ে গেছে অবিস্মরণীয়।
২০২২ শেষে সেই স্মৃতিই আবারও রোমন্থন করলেন পিএসজি তারকা। ব্যক্তিগত ফেসবুক পাতায় তিনি লিখলেন, ‘এমন একটা বছর শেষ হলো, যা আমি কখনো ভুলব না। যে স্বপ্নের পেছনে ছুটেছি, সেটা অবশেষে সত্যি হয়েছে।
মেসির জীবনে ফুটবলের মতো নিজের পরিবারও সমানভাবে গুরুত্ব পায়। তাইতো জীবনের সেরা বছরের স্মৃতি যখন রোমন্থন করলেন, সে পোস্টেরও একটা বড় অংশ জুড়ে রইল তার পরিবার। এছাড়া নতুন বছরের শুরুতে বিশ্বজুড়ে নিজের বিশাল সমর্থকগোষ্ঠীর কথাও ভুলে জাননি তিনি। লিখেছেন, ‘এই বিশেষ স্মৃতিটা আমি তাদের সঙ্গেও ভাগ করে নিতে চাই, যারা আমাকে সমর্থন করে।
ক্ষুদে জাদুকর আরও লিখেছেন, এই ভ্রমণটা আমি আপনাদের সবার সঙ্গে ভাগ করতে পেরেছি, বিষয়টা অসাধারণ।
২০২৩ সালটাও সবার আনন্দে কাটুক এমনটাও আশা করেন মেসি। তিনি লিখেন, ‘আমি আশা করছি আপনাদেরও বছরটা ভালো কেটেছে। আমি আশা করবো ২০২৩ সালটাও আনন্দে কাটানোর মতো শক্তি ও সাস্থ্য আপনাদের থাকবে।