বজ্রপাতে চার শিশু নিহত

৮১

দিনাজপুরে বৃষ্টির মধ্যে ফুটবল খেলার সময় বজ্রপাতে চার শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুই শিশু। আহতরা দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ।

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে দিনাজপুর উপশহর ৮ নম্বর ব্লকের রেলঘুন্টি সংলগ্ন নিশ্চিন্তপুরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হলেন, আপন (১২), মিম (১২), হাসান (১৩) ও সাজ্জাদ(১৪)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃষ্টির মধ্যে কয়েকজন শিশু ফুটবল খেলছিল। এ সময় খেলা দেখছিল অনেকে। এমন সময় বজ্রপাতের ঘটনা ঘটে।

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ আলম জানান, দিনাজপুর উপশহর ৮ নম্বর ব্লক মাঠে শিশুদের ফুটবল ম্যাচ চলছিল। এ সময় আকস্মিক বজ্রপাতে চারজন আহত হয়। তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

You might also like