বনির বিপরীতে কৌশানি’র জুটি এবার ‘সুপারম্যান’ ছবিতে

বহুদিন বাদে আবারও অভিনেতা বনি সেনগুপ্তর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন কৌশানি। নতুন ছবির মাধ্যমে বড় পর্দায় কামব্যাক করছেন কৌশানি। আর বনি সেনগুপ্তর হাত ধরে ফিরছেন এই অভিনেত্রী।

রিয়েল লাইফের জুটি এবার ধরা দেবেন রিল লাইফে। আর তাই ভক্তদের উত্তেজনার শেষ নেই। সম্প্রতি মন্দারমণি গিয়েছিলেন বনি-কৌশানি। সমুদ্রে গিয়ে দুজনে সেখানেই ‘পুষ্পা’ ছবির নায়ক আল্লু অর্জুনকে নকল করতে গিয়ে পায়ের স্লিপারও খুললেন বনি-কৌশানি।

এই নাচ ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। নতুন খবর হল, এবার রিনো দত্তের ‘সুপারম্যান’ ছবিতে দেখা যাবে এই অভিনেত্রীকে। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করবেন বনি সেনগুপ্ত।

নতুন ছবিতে কৌশানিকে এক সাংবাদিকের চরিত্রে দেখা যাবে। এক সাধারণ ছেলের অসাধারণ হয়ে ওঠার গল্প। কাজের মধ্যে দিয়ে তাঁর সুপারম্যান হয়ে ওঠার ইচ্ছে।

ইচ্ছেশক্তির জোরেই যে কোনও বাধাকে জয় করে সে। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন বনি সেনগুপ্ত। এই ছবির মাধ্যমে বড় পর্দায় কামব্যাক করছেন কৌশানি।

 ‘সুপারম্যান’ ছবিতে বনি সেনগুপ্তের সঙ্গে পর্দা ভাগ করবেন দর্শনা বণিক। শুরু থেকেই এই খবর শোনা গিয়েছিল। কিন্তু আচমকা দর্শনার বদলে ছবিতে সাংবাদিকের চরিত্রে দেখা যাবে কৌশানী মুখোপাধ্যায়কে।