বন্দরনগরীতে ক্রমে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ
বন্দরনগরীতে ক্রমে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। জনসমাগম এড়িয়ে না চলা, স্বাস্থ্য বিধি না মানায় বন্দর ও শিল্প এলাকা বেষ্টিত এ এলাকায় দ্রুত করোনা সংক্রমণ বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
গত ২৪ ঘণ্টায় কক্সবাজার ল্যাবসহ চট্টগ্রামে পাঁচটি ল্যাবে ৮৫৬টি নমুনা পরীক্ষায় নতুন করে ২৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। একই দিন করোনায় মৃত্যুবরণ করেছেন ৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন।
রোববার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। নতুন শনাক্তদের মধ্যে নগরীর ২০৮ জন এবং বিভিন্ন উপজেলায় ৬১ জন রয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি