বন্দরনগরী চট্টগ্রামেও হবে মেট্রোরেল- ওবায়দুল কাদের
ঢাকার মতো বন্দরনগরী চট্টগ্রামের মানুষের যাতায়াতের সুবিধার্থে চট্টগ্রামেও মেট্রোরেল করার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সকালে চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগের কার্যালয়ে ৫২৪ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক চার লেনে উন্নিতকরণ, শাহ আমানত সেতুর ইলেকট্রনিক টোল কলেকশন সিস্টেম এবং ওজন স্কেলের কার্যক্রমসহ ৭টি উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে এ ঘোষণা দেন মন্ত্রী। চট্টগ্রামের কর্ণফুলীর নদীর ওপর কালুরঘাটে দুটি সেতু নির্মাণসহ ট্যানেলে ৪৮ শতাংশ কাজও শেষ হয়েছে বলে জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন, রেল-মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী, সাংসদ নজরুল ইসলাম চৌধুরীসহ সড়ক বিভাগের উধ্বর্তন কর্মকর্তারা ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি