বন্দরে ট্রাক, ট্রেইলার ও কাভার্ডভ্যান ঢোকার বিকল্প ব্যবস্থা না থাকায় যানজটের সৃষ্টি

১০৭

বন্দরে ট্রাক, ট্রেইলার ও কাভার্ডভ্যান ঢোকার বিকল্প ব্যবস্থা না থাকায় চট্টগ্রাম বন্দরের বাইরে যানজটের সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেছেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল জুলফিকার আজিজ।

গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম বন্দর ভবনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। যানজট নিরসনে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বন্দরের বাইরের যানজট নিরসনে নগরের জন্য প্রস্তাবিত দুইটি রিং রোড বাস্তবায়ন জরুরি। এ সময় উপস্থিত ছিলেন বন্দরের সদস্য জাফর আলম, পরিচালক ওমর ফারুকসহ অন্যান্যরা।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like