বন্যার্তদের খাবার নিশ্চিতে সজাগ দৃষ্টি রাখার নির্দেশ খাদ্যমন্ত্রীর
বন্যা দুর্গতদের খাবার নিশ্চিতে সজাগ দৃষ্টি রাখতে স্থানীয় কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
শনিবার নওগাঁর সাপাহার উপজেলার ‘জবাই বিল’ এর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শনের সময় এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন স্থানে একাধিক কন্ট্রোল রুম খোলা হয়েছে। পাশাপাশি বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী সুষ্ঠুভাবে বিতরণে সকলের সহযোগিতার আহ্বান জানান মন্ত্রী ।
নিউজ ডেস্ক / বিজয় টিভি