বন্যায় দ্বিগুণ ত্রাণ বরাদ্দের ঘোষণা ত্রাণ প্রতিমন্ত্রীর

১২৫

সাম্প্রতিক সময়ে বন্যায় ক্ষতিগ্রস্ত সকল জেলায় দ্বিগুণ ত্রাণ সামগ্রী বরাদ্দ দেয়া হয়েছে বলে জানিয়েছেন  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মো. এনামুর রহমান।

মঙ্গলবার চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভায় তিনি একথা জানান। তিনি আরো বলেন, বর্তমান সরকার দেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করতে প্রস্তুত। এছাড়া বন্যা পরবর্তী পুনর্বাসন সঠিকভাবে করতে পারলেই ক্ষতিগ্রস্ত মানুষ বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারবে। পরে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like