বন বিভাগের গাছ কেটে দিন দিন উজার হচ্ছে শত শত একর বন

১৪

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া, পুরানগড়, নয়া হাট, তেতয়া মুড়াসহ বিভিন্ন জায়গায় বন বিভাগের গাছ কেটে দিন দিন উজার হচ্ছে শত শত একর বন।

যে যেমন পারছে তেমন করেই বনের গাছ কেটে বিক্রি এবং জমি দখল করে গড়ে তুলছেন ঘর বাড়ি।

আর এসব করতে দায়িত্বরত বিট কর্মকর্তাদের দিতে হচ্ছে মোটা অংকের টাকা। আর এতে করেই বনের জমি দখল বা গাছ কাটার অনুমতি মিলছে স্থানীয় প্রভাবশালীদের।

তবে পদুয়া রেঞ্জ কর্মকর্তা মঞ্জুর মোরশেদ জানান, যারা অবৈধভাবে বনের গাছ কেটে ও জমি দখল করে রেখেছেন সেই জমিগুলো উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং ইতোমধ্যেই সংশ্লিষ্ট বিট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।