বরগুনায় কিশোর গ্যাং-এর প্রধান বাপ্পিকে গ্রেফতার

বরগুনায় কিশোর গ্যাং-এর প্রধান বাপ্পিকে গ্রেফতার করেছে পুলিশ।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলি আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে সদর উপজেলার বাসবুনিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে, আনুমানিক ৩ থেকে ৪ মাস আগে এক কলেজছাত্রীকে অপহরণ করে বাপ্পি ও তার দল।

এ ঘটনায় অপহৃতের পরিবার মামলা দায়ের করেন। এ মামলায় ডিবি পুলিশ কিশোর গ্যাংয়ের অন্য সদস্যদের গ্রেফতার করলেও পলাতক ছিলো বাপ্পি। এছাড়া, বাপ্পির নামে ছিনতাই চাঁদাবজিসহ একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।