বরগুনায় অগ্নিকাণ্ডে ১৫ দোকান পুড়ে ছাই
বরগুনা পৌর শহরের মসজিদ মার্কেটে অগ্নিকাণ্ডে অন্তত ১৫ ব্যবসাপ্রতিষ্ঠান ও ২০টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সোমবার রাত ১০ টার দিকে পৌর শহরের প্রাণিসম্পদ হাসপাতাল সড়কে সদরঘাট মসজিদ মার্কেট এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন, পুলিশ, স্কাউট ও ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘণ্টাব্যাপী প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাত ১০টার দিকে পৌর শহরের প্রাণিসম্পদ হাসপাতাল ও অগ্রণী ব্যংকের বিপরীতে লেপ-তোশকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত তা আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসলেও পুড়ে গেছে অন্তত ১৫টি ব্যবসা ব্যবসাপ্রতিষ্ঠান।