বরগুনা জেলাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা
বরগুনা জেলাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। দুপুরে পুরো জেলা লকডাউনের ঘোষণা দিয়েছে বরগুনা জেলা প্রশাসন।
এ বিষয়ে বরগুনা জেলা প্রশাসক মো: মোস্তাইন বিল্লাহ বলেন, এ পর্যন্ত জেলায় মোট ৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে যারা ছিলেন তাদের খুঁজে বের করে কোয়ারেন্টিন নিশ্চিতে কাজ শুরু হয়েছে।
এছাড়া ওই ব্যক্তিদের বাড়িসহ আশপাশের বাড়িগুলোকে লকডাউন করার কাজও শুরু হয়েছে।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি