বরিশালে গলদা রেনুর পোনাসহ আটক ২
বরিশালে ট্রাকে তল্লাশি চালিয়ে গলদা রেনুর পোনাসহ ইব্রাহীম ও রাব্বি নামের দুই জনকে আটক করেছে নৌ-পুলিশ।
রোববার সকালে বিষয়টি নিশ্চিত করে নৌ পুলিশ বরিশাল অঞ্চলের পুলিশ সুপার কফিল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে নৌ-পুলিশের একটি টিম বরিশাল সদর উপজেলার দপদপিয়া ব্রিজের টোলপ্লাজায় অভিযান চালায়।
এসময় পটুয়াখালীর কলাপাড়া থেকে খুলনাগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ২৫ লাখ গলদা রেনুর পোনাসহ তাদের আটক করা হয়।
পরে জব্দকৃত পোনা কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়। এ সময় পোনা বহনকারী ট্রাকটি জব্দের পাশাপাশি আটককৃতদের কারাগারে পাঠানো হয় বলেও জানান তিনি।