বরিশালে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৪
বরিশাল নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা ও ৪০০ পিচ ইয়াবাসহ চার মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল কর্তৃপক্ষ।
আটকরা হলেন, ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মো. বাদশা খাঁন (৪০), নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের মো. মামুন হাওলাদার (৩৫), বরিশাল নগরের ২৩ নং ওয়ার্ড সাগরদী কারিকর বিড়ি ব্রাঞ্চ রোড এলাকার মো. সোহেল ফরাজী (৩৩) ও ৩নং ওয়ার্ড কাউনিয়া থানা এলাকার ছেলে মো. মিজান হাং (৩৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল নগরের লঞ্চ ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ মো. বাদশা খাঁনকে আটক করে। এ সময় মাদক বিক্রির সঙ্গে জড়িত তার অপর দুই সহযোগী পালিয়ে যায়।
অপরদিকে পৃথক একটি দল নগরের ২৩ নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে ৪০০ পিচ ইয়াবাসহ তিন জনকে গ্রেফতার করে। এ সময় তাদের অপর এক সহযোগী পালিয়ে যায়।
কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।